দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে আগ্রহী নয়

নয়া দিল্লী সূত্রের খবর দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে আগ্রহী নয়। এমনই অভিযোগ তুললেন রাষ্ট্রসংঘে নিয়োজিত পাকিস্তানের কূটনীতিক। তিনি বলেন, দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা বিঘ্নিত হচ্ছে। রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী সদস্য মালেহা লোধি মার্কিন সেনাবাহিনীর একদল ছাত্রের সামনে বক্তৃতা দিতে গিয়ে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর যে ইতিবাচক ভূমিকা নিয়েছিলেন তা এখন আর দেখা যাচ্ছে না। লোধি বলেন, সন্ত্রাসবাদকে পরাস্ত করতে, অর্থনৈতিক উন্নয়নে এবং প্রতিবেশি দু’দেশের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে পাকিস্তান এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আফগানিস্তানে যেমন শান্তি স্থাপনে গুরুত্ব দিচ্ছে, তেমনই ভারতের সঙ্গেও সমস্ত বকেয়া মতানৈক্য মিটিয়ে ফেলে শান্তি স্থাপন করতে সচেষ্ট ইসলামাবাদ।

Your browser doesn’t support HTML5

দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে আগ্রহী নয়