আমেরিকার ভিসা ব্যবস্থায় পরিবর্তন, ভারতীয় সংসদে রাজনীতিকরা উদ্বিগ্ন

Trump World Immigration

অন্তত ৩ লক্ষ ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী এখন আমেরিকায় কর্মরত। ট্রাম্প প্রশাসন যে ভাবে ভিসার নিয়ম বদল করতে চায়, তার ফলে এঁদের চাকরি তো বিপন্ন হবেই, ভবিষ্যতেও কাজের সুযোগ কমে রাবে।

ভারতীয় সংসদে বিভিন্ন দলের নেতাদের উদ্বেগের কথা শুনে বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, সরকার শীগগীরি সমস্যাটি নিয়ে কথা বলবে শিল্প প্রতিনিধিদের সঙ্গে। এখনও কিন্তু মার্কিন তরফে ভারতীয়দের সমস্যা বিষয়ে কোনও আশ্বাস মেলে নি। তবে মন্ত্রী জানান, মার্কিন কংগ্রেসে ভিসা নিয়ম বদল নিয়ে ছাড়পত্র পেলে তবেই নিয়ম পাল্টাবে। কাজেই হাতে একটু সময় রয়েছে।

এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট (ভিসা)