করোনা আবহে ভারতের সংসদের বাদল অধিবেশন শুরু

আজ পরিপূর্ণ করোনা আবহে করোনা সংক্রান্ত চূড়ান্ত সতর্কতা পালনের মধ্যে দিয়ে ভারতের সংসদের বাদল অধিবেশন শুরু হল। তার আগে প্রতিটি সদস্যের কোভিড পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ করা হয়েছিল। তাতে দেখা যাচ্ছে দুই কক্ষ মিলিয়ে ১৭ জন সংসদ সদস্য করোনা পজিটিভ চিহ্নিত হয়েছেন। দু'জন কেন্দ্রীয় মন্ত্রীও পজিটিভ। সংসদের ৬০ জন কর্মীরও করোনা ধরা পড়েছে। ৭৮৫ জন সাংসদের মধ্যে যেহেতু দু'শোজনেরই বয়স ৬৫ বছরের উপরে, তাই যথেষ্ট সর্তকতা অবলম্বন করা হচ্ছে। লোকসভার সদস্য সংখ্যা বেশি বলে তাঁদের মধ্যে ৬০ জনকে রাজ্যসভা অধিবেশন কক্ষে বসতে বলা হয়েছে এবং ৫০ জনকে রাজ্যসভার দর্শকের গ্যালারিতে বসতে বলা হয়েছে। এইভাবে ছড়িয়ে-ছিটিয়ে সামাজিক দূরত্ব রক্ষা করে আজ বাদল অধিবেশন শুরু হয়েছে। শুরুতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, ভারতে কোভিড সংক্রমণ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কম। এখানে মৃতের সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম। এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে হর্ষবর্ধন বলেন, তিনি ঠিক সময় মতো সারাদেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছিলেন বলেই সংক্রমণ সংখ্যা ও মৃত্যু সংখ্যা কমানো গিয়েছে। তা না হলে আরও অন্তত ২৯ লক্ষ বেশি সংক্রমণ হতো এবং ৭৮ হাজারের মতো বেশি লোক মারা যেতেন। সে দিক থেকে দেখতে গেলে ভারত যথেষ্ট নিরাপদ ভাবে কোভিডের মোকাবিলা করতে পেরেছে বলে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন।

Your browser doesn’t support HTML5

করোনা আবহে ভারতের সংসদের বাদল অধিবেশন শুরু