বিশ্ব হিন্দু পরিষদের ‘জনবার্তা’ স্টলে রাহুল সিনহাকে ঘিরে তুমুল বিক্ষোভ

৪৪ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আজ CAA বিরোধী আন্দোলন কে ধুন্ধুমার কান্ড সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহাকে ঘিরে তুমুল বিক্ষোভ।

সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সি এ এ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সরগরম আজ ৪৪ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বিশ্ব হিন্দু পরিষদের ‘জনবার্তা’ স্টলে আজ শনিবার রাহুল সিনহা গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই বিজেপি নেতাকে ঘিরে নাগরিকত্ব আইনের বিরোধিতায় স্লোগান দিতে থাকেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া। বিজেপি কর্মীরা তাতে বাধা দেন। এরপরই দু’পক্ষের হাতাহাতি শুরু হয়ে যায়। এই খবর মুহূর্তের মধ্যেই পুলিশের কানে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

বিক্ষোভের পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গেও বিক্ষোভকারীদের গন্ডগোল বেঁধে যায়। পুলিশকর্মীরা ইতিমধ্যেই বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে। ঘটনার পরই পুলিশি নিরাপত্তায় বইমেলা থেকে বেরিয়ে যান পশ্চিমবঙ্গের বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট