সংসদ ভবনের সামনে  বিক্ষোভ প্রদর্শন করেছে কংগ্রেসের সংসদ সদস্যরা

ভারতে লোকসভা থেকে কংগ্রেসের সাতজন সাংসদকে বরখাস্ত করায় সংসদ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে কংগ্রেসের সংসদ সদস্যরা।

আজ এর প্রতিবাদে সংসদ ভবনের বাইরে থাকা গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখালেন কংগ্রেস সাংসদরা।রাহুল গান্ধী ও অধীর চৌধুরির পাশাপাশি এই বিক্ষোভে হাজির ছিলেন সাসপেন্ড হওয়া সাতজন সাংসদও।

কেন্দ্রীয় সরকারের দমননীতির বিরুদ্ধে প্রতিবাদ দেখানোর পাশাপাশি দিল্লির হিংসার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেন। এপ্রসঙ্গে সাসপেন্ড হওয়া কংগ্রেস সাংসদ গৌরব গগৈই বলেন, ‘এই ঘটনার ফলে আমরা ভীত নই। দিল্লির হিংসা নিয়ে আলোচনার দাবি জানাতে কোনও ভয় পাইনি আমরা। যতক্ষণ পর্যন্ত এই নিয়ে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এর পাশাপাশি দিল্লিতে হওয়া হিংসা রুখতে ব্যর্থ হওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করছি’ মন্তব্য করেন তিনি।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট