কলকাতা বিমানবন্দরে করোনা সন্দেহে এক ব্যক্তি চিহ্নিত

করোনার ভয়ে আতঙ্কিত গোটা বিশ্ব। ভারতেও একটু একটু করে উদ্বেগ বাড়াচ্ছে করোনার আতঙ্ক। আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। কলকাতা বিমানবন্দরে করোনা সন্দেহে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে আজ।

আজ সকালেই সৌদি আরব থেকে কলকাতা বিমান বন্দরে নামেন মিনারুল শেখ। মিনারুল শেখ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। সৌদিআরবে সাফাই কর্মীর কাজ করতেন। থার্মাল স্ক্যানে ধরা পড়ে মিনারুলের জ্বর আছে। এরপরেই তাকে স্বাস্থ্য কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। বিমান বন্দর থেকে দ্রুতই তাকে বেলেঘাটা আইডিতে আনা হয়। ইতিমধ্যেই গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯।

কেরালায় নতুন করে যে ৫ জন আক্রান্ত হয়েছেন তাঁদের ৩ জন ইতালি থেকে ফিরেছেন। এই তিনজনের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন আরও দুজন। অপরদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমেও বাড়ছে করোনা আতঙ্ক। কারণ এক মার্কিন পর্যটকের শরীরে মিলেছে ভাইরাস। তাঁর সংস্পর্শে এসেছেন প্রায় ১২৭ জন মানুষ। সেই ব্যক্তি চলে গিয়েছেন ভুটান। আর এই পরিস্থিতিতে আশঙ্কার মেঘ দেখছে বাংলা-অসম সীমান্ত।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট