দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় ভোট গ্রহণে আরও বাড়ছে বাহিনী সংখ্যা।

দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় ভোট গ্রহণে আরও বাড়ছে বাহিনী সংখ্যা। তৃতীয় দফার ভোটের জন্য আরও ৫০ কোম্পানি বাহিনী চাওয়া হবে। এমনটাই জানালেন দেশের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের জন্য দায়িত্বপ্রাপ্ত বিশেষ পর্ষবেক্ষ অজয় নায়েক।

গতকাল বৃহস্পতিবার ছিল গোটা দেশের সাথেই পশ্চিমবঙ্গেও দ্বিতীয় দফার ভোট গ্রহণ। উত্তরবঙ্গের ৩ আসনে ভোট হয় গতকাল। দ্বিতীয় দফার ভোটে মোট ১৯৪ কোম্পানি বাহিনী ব্যবহার করা হয়। প্রায় ৮০ শতাংশ বুথে আধাসেনা মোতায়েন করা হয়। আজ সেই প্রসঙ্গ উল্লেখ করে অজয় নায়েক বলেন, "অতিরিক্ত বাহিনী দিয়ে ভোট করায় দ্বিতীয় দফায় ভালো ভোট হয়েছে। তাই তৃতীয় দফায় আরও ৫০ কোম্পানি বাহিনী চাইব। এতে ৯০ শতাংশ বুথে বাহিনী দেওয়া সম্ভব হবে।" প্রসঙ্গত বলা যেতে পারে আগামী মঙ্গলবার ২৩ এপ্রিল গোটা দেশের সাথে পশ্চিমবঙ্গেও তৃতীয় দফার ভোট। ওই দিন বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ- এই ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ। বাহিনীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি অজয় নায়েক আরও জানিয়েছেন, অর্ণব রায়ের জায়গায় নোডাল অফিসার হিসেবে নদিয়ায় অন্য অফিসার নিয়োগ করা হচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর থেকে আর কোনও খোঁজ মিলছে না নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়ের।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট