ভারতে সংবাদমাধ্যমের কাছে একটি নতুন নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার

ভারতের রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হতেই দেশের সমস্ত সংবাদমাধ্যমের কাছে একটি নির্দেশিকা পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। ওই নির্দেশিকায় দেশবিরোধী ভাবনাকে প্রশ্রয় দেয় এমন কিছু সম্প্রচার করতে নিষেধ করা হয়েছিল। ফের গতকাল ২০শে ডিসেম্বর সংশ্লিষ্ট বিষয়ে জারি করা হল নতুন নির্দেশিকা ।

গতকাল ২০শে ডিসেম্বর জারি হওয়া নতুন নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, গত ১১ই ডিসেম্বর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশিত নির্দেশিকায় দেশবিরোধী ও হিংসা ছড়াতে পারে এই ধরনের অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু, লক্ষ্য করা যাচ্ছে যে এখনও কিছু টিভি চ্যানেল ওই নির্দেশিকা অমান্য করছে। এমন খবর ও অনুষ্ঠান দেখাচ্ছে যা অশান্তি ছড়াতে পারে। তাই ফের এই বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে।

নির্দিষ্ট করে জানানো হচ্ছে যে দেশের অখণ্ডতায় আঘাত আনতে পারে এমন কোনও বিষয়বস্তু প্রচার করা যাবে না। হিংসা ছড়াতে বা আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন খবরও সম্প্রচার করা যাবে না। করা যাবে না জাতীয়তাবাদ বিরোধী খবরও।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট