ভারতের কংগ্রেস সভাপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেছেন

Waving party flags, party workers throw color in a mark of celebration as Rahul Gandhi became Congress Party president.

নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ সত্বেও বিজেপির দাবি ছিল, এ সরকারের বিরুদ্ধে অন্তত বড় দুর্নীতির অভিযোগ নেই। কিন্তু, নীরব মোদি ও মেহুল চোকসির শত শত কোটি টাকার দুর্নীতির খবর ফাঁস হবার পরে সে দাবি টেঁকে নি। এ বার সরাসরি নরেন্দ্র মোদিকেই এই দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ইতিহাসের চাকা ঘুরল তিন দশক পরে। আশির দশকের শেষে তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে বোফর্স কামান কেনাকাটায় দুর্নীতির অভিযোগ ছিল। আজ তাঁরই পুত্র রাহুল বিজেপি সরকারের প্রধান নরেন্দ্র মোদিকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করছেন।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট