বিহারে তিন দলের জোটের বিপুল সাফল্যে, জোট রাজনীতির প্রতি আগ্রহ বাড়ছে

India Politics

বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি-কে কোনঠাসা করতে তিন দলের জোটের বিপুল সাফল্য দেশের সব রাজনৈতিক দলকেই জোট রাজনীতির গুরুত্ব সম্পর্কে নতুন করে ভাবাচ্ছে। আসামের কংগ্রেসী মুখ্যমন্ত্রি তরুণ গোগোই বলেছেন, ২০১৬-য় পূর্ব ভারতের আসাম, ওড়িশা আর পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন। বিজেপি-র বিরুদ্ধে তিন রাজ্যেই বিহারের মত জোট বাঁধা দরকার।

পশ্চিমবঙ্গে অবশ্য প্রশ্ন হল, কার সঙ্গে হাত মেলাবে কংগ্রেস - বাম দলগুলির সঙ্গে, না, তৃণমূল কংগ্রেসের সঙ্গে? ২০১১-র বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জোট বেঁধেই ৩৪ বছরের বাম শাসনের অবসান হয়েছিল। কিন্তু ঐ জোট এখন আর নেই। বামেরা কংগ্রসের সঙ্গে জোট করতে অনিচ্ছুক নয়। রাজ্য কংগ্রেস নেতৃত্বও সেটাই চায়।

কিন্তু সর্ব-ভারতীয় প্রেক্ষাপটের বিচারে দলের হাইকম্যান্ড কাকে জোট সঙ্গী বেছে নিতে চাইবে, সে কথা এখনই বলা যাচ্ছে না। তবে জোট রাজনীতি নতুন করে গুরুত্ব পেতে চলেছে ভারতীয় রাজনীতিতে।

সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে সংবাদদাতা গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট