ফের লড়াইয়ের ময়দানে চার মুখ্যমন্ত্রি-উমেন চন্ডি, তরুণ গোগোই, জয়ললিতা মমতা বন্দ্যোপাধ্যায়।

আসন্ন বিধানসভা নির্বাচনে ফের লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন চার মুখ্যমন্ত্রি - কেরলের উমেন চন্ডি, আসামের তরুণ গোগোই, তামিলনাড়ুর জয়ললিতা আর পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেরলে সচরাচর যেটা দেখা যায়, তা হল, পরপর একই দল নির্বাচনে বিজয়ী হয় না। সেই ধারার বদল না হলে চন্ডি আর হয়তো জিতে আসবেন না। গোগোই পরপর তিনবারের মুখ্যমন্ত্রি। এ বার কিন্তু তাঁর শক্ত লড়াই। এঁরা দু জনই কংগ্রেস নেতা। অন্য দিকে, এআইডিএমকে দলের জয়ললিতা আবারও ফিরে আসবার আশা করছেন। তবু লড়াই দিচ্ছেন পুরনো প্রতিদ্বন্দ্বী, ডিএমকে দলের নব্বই-উত্তীর্ণ নেতা করুণানিধি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জিতে মুখ্যমন্ত্রি হবেন বলে সাধারণ ধারণা। তবে তাঁকে হারিয়ে দিতে অপ্রত্যাশিত ভাবে জোট বেঁধেছে পুরনো দুই প্রতিদ্বন্দ্বী - কংগ্রেস আর বাম দলগুলি। ২০১১-র ফলাফলের একটি কৌতূহলোদ্দীপক বৈশিষ্ট্য ছিল এই যে, সব ক্ষেত্রেই বিজয়ী দলগুলি ভোট পেয়েছিল মাত্র ৩৮% থেকে ৩৯%। কিন্তু তা সত্বেও প্রায় ৬৮% আসনের জোরেই তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে।গৌতম গুপ্তের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

gupta