আজ নতুন দিল্লী যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল নতুন দিল্লীর দশ নম্বর জনপথ রোডে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর বৈঠক। কংগ্রেস সভানেত্রীর আমন্ত্রণেই দিল্লী যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
ভারতের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই আলোচনা হওয়ার কথা। দেশের রাজনৈতিক মহলের ধারনা, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে একটি বিরোধী শিবির তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে। আগামী দু'হাজার ঊনিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রুখতে মরিয়া দেশের বিরোধী শিবির। কিন্তু, একা কোনও দলের পক্ষে তা সম্ভব নয়।
সংখ্যাতত্ত্ববিদরা হিসাব দিয়েছেন, বিরোধী দলগুলি একজোট হলে নরেন্দ্র মোদীকে থামানো সম্ভব। যেমনটা হয়েছে বিহারে। মনে করা হচ্ছে তা হলে কি, দেশজুড়ে বিহার মডেল কার্যকর হতে পারে। আগামীকালের সোনিয়া গান্ধী -মমতা বন্দোপাধ্যায়ের বৈঠক নিয়ে এমনই আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।
Your browser doesn’t support HTML5
সোনিয়া-মমতার বৈঠক হচ্ছে দিল্লীতে