ভারতীয় রেলের সব ট্রেনে সিসিটিভি ক্যামেরা ও ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে: রেলমন্ত্রী পীযূষ গোয়েল

গোটা দেশে আর কিছুদিনের মধ্যেই ভারতীয় রেলের সব ট্রেনে সিসিটিভি ক্যামেরা ও ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দেশের কেন্দ্রী রেলমন্ত্রী পীযূষ গোয়েল। -

লখনউয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেছেন, ‘আমাদের সরকার দেশের সব রেলস্টেশন পরিচ্ছন্ন ও সুরক্ষিত রাখা এবং সবরকম সুবিধাযুক্ত করার বিষয়ে দায়বদ্ধ। আমরা সব ট্রেনে সিসিটিভি ক্যামেরা লাগানো এবং ওয়াইফাইয়ের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ প্রসংগত বলা যেতে পারে সম্প্রতি রেলমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, তেজস ও শতাব্দী এক্সপ্রেস থেকে সব এলসিডি স্ক্রিন সরিয়ে নেওয়া হবে। যাত্রীরা প্রায়ই এলসিডি স্ক্রিন ভেঙে দিচ্ছেন। তেজস এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই হেডফোন চুরি হয়ে যাচ্ছে।সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক বলে খবর। এরই মধ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রীর নয়া ঘোষনা রায়বরেলির রেলের কোচ তৈরির কারখানাকে বিশ্বের বৃহত্তম করে তুলবেন তাঁরা।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট