পাকিস্তানের বিতাড়িত হিন্দু উদ্বাস্তুদের জমি বাড়ি কেনার ছাড়পত্র দিতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর পাকিস্তানে বিতাড়িত হয়ে ভারতে চলে আসা হিন্দু উদ্বাস্তুদের জমি বাড়িকেনার ছাড়পত্র দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেই সংগে তারা যাতে ভারতীয় নাগরিকত্ব গ্রহন থেকে শুরু করে প্যাণকার্ড আধারকার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন তারও সুবন্দোবস্ত করছে কেন্দ্রীয় সরকার। স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স দেওয়া সহ অন্যান্য প্রাসঙ্গিক সুযোগ সুবিধাও দিতে চলেছে কেন্দ্র। ইতি মধ্যেই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দীর্ঘ মেয়াদি ভিসা নিয়ে ভারতে যারা উদ্বাস্তু হিসাবে রয়েছেন তাদের জমি বাড়ি সহ অন্যান্য সম্পত্তি ক্রয়ের উপর কেন্দ্রের আর আপত্তি থাকবেনা। তারা চাইলে ভারতের যে কোনো অঞ্চলে জমি বাড়ি কিনতে পারেন।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে ভারতে চলে আসা পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুরা যাদের দীর্ঘমেয়াদী ভিসা রয়েছে তারা চাইলেও ভারতের নাগরিকত্ব গ্রহন করতে পারেন। পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

roy