অযোধ্যায় রাম  মন্দিরের দাবিতে দুটি ঘোরতর হিন্দুত্ববাদী সংগঠনের  অযোধ্যা অভিযান

উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের দাবিতে দুটি ঘোরতর হিন্দুত্ববাদী সংগঠনের অযোধ্যা অভিযান নিয়ে গোটা জেলায় চাপা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি-র দাবি ইতিমধ্যেই তাদের প্রায় দু’লক্ষ সমর্থক অযোধ্যায় হাজির হয়েছেন। এদের মধ্যে অনেকেই শিবের আদলে পোশাক পরেছেন। আগামীকাল রবিবার সকাল হতেই সকলে একসঙ্গে বিতর্কিত স্থানের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে বসছে বিশ্ব হিন্দু পরিষদের ধর্মসভা। এদিকে, ভিএইচপির পাশাপাশি পৃথক কর্মসূচি রয়েছে শিব সেনার। ইতিমধ্যেই মহারাষ্ট্র থেকে ট্রেনে করে হাজার হাজার শিব সেনা কর্মী পৌঁছেছেন অযোধ্যায়। এই দুই হিন্দুত্ববাদী সংগঠনের অভিযান ঘিরে বেশ উদ্বিগ্ন বুদ্ধিজীবীমহলের একাংশ। ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের তরফে অযোধ্যায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে শহরের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে নিরাপত্তা আশ্বাস দেওয়া হয়েছে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট