ভারতে সীমান্তরক্ষী বাহিনীর প্রধান: যে রোহিঙ্গারা ধরা পড়েছে তাদের জঙ্গীদের সঙ্গে কোন সংশ্লিষ্টতা নেই

Rohingya refugees cross two bridges at Kutupalong refugee camp, near Cox's Bazar, Bangladesh, Nov. 28, 2017.

কয়েক সপ্তাহ আগেই সুপ্রিম কোর্টে ভারত সরকার বলেছে, রোহিঙ্গাদের এ দেশে থাকতে দেওয়া চলবে না, কেননা, ওরা জঙ্গী কার্যকলাপে জড়িয়ে পড়বে, এমন বিপদ আছে। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর প্রধান, কে.কে. শর্মা বলেছেন, গত কয়েক মাসে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকবার চেষ্টা করতে গিয়ে ৮৭ জন রোহিঙ্গা ধরা পড়েছে। শর্মা বলেছেন, তাদের সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের বন্দী করতে গেলে ওরা ভারতের দায় হয়ে উঠবে। তা ভারত চায় না। কিন্তু এই ৮৭ জনকে জেরা করে কোনও জঙ্গী মেলে নি। রোহিঙ্গা মামলা সুপ্রিম কোর্টে উঠলে এই পর্যবেক্ষণ কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পরিষ্কার করে সরকারকে বলতে হবে, রোহিঙ্গারা সত্যিই কি বিপজ্জনক?
এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট রোহিঙ্গা