রোহিঙ্গা মামলায় পাল্টা হলফনামা দিয়ে দুই রোহিঙ্গা মামলাকারী বললেন, যে রোহিঙ্গাদের সম্পর্কে জঙ্গী যোগাযোগের নির্দিষ্ট প্রমাণ রয়েছে, তাদের বিরুদ্ধে ভারত ব্যবস্থা নিলে তাঁদের কিছু বলবার নেই। কিন্তু ভারতে রয়েছে বাকি যে ৪০,০০০ রোহিঙ্গা, তারা তো নিরপরাধ, কোনও অপরাধে যুক্ত নয়। পৃথিবীতে এদের কোথাও যাবার নেই। ২০১৫-র এক বিজ্ঞপ্তিতে ভারত বলেছিল পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে যে সব অ-মুসলিম ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, তাদের থাকতে দিতে ভারত সম্মত। তখন রোহিঙ্গা সমস্যা মাথা চাড়া দেয় নি। এই আবেদনকারীদের দাবি, এরাও একই রকম অসহায়, এদেরও ভারতে বসবাসের অনুমতি দিক ভারত।
Your browser doesn’t support HTML5
ভারতে রয়েছে ৪০,০০০ রোহিঙ্গা