পারস্য উপসাগরীয় অঞ্চলে গত প্রায় এক সপ্তাহ ধরে প্রবল উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। কাতার-এর ওপর ক্রুদ্ধ সৌদি আরব, মিশর ও অন্যান্য কয়েকটি দেশ তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে ৮০ লক্ষেরও বেশি ভারতীয় কর্মরত। এলাকায় উত্তেজনা বাড়তে থাকলে ভারতীয়দের নিরাপত্তা বিপন্ন হয়ে না ওঠে, সেটাই ভারতের বেশি উদ্বেগ। ভারত সরকার এক বিবৃতিতে বলেছে, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নিজেদের বিবাদ মিটিয়ে নিক উপসাগরীয় দেশগুলি। ঐ অঞ্চলের সব দেশের সঙ্গেই ভারতের সুসম্পর্ক। ভারত চায় এলাকায় শান্তি বজায় থাকুক।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট