ভারত মহাকাশে গুপ্তচর উপগ্রহ পাঠিয়েছে

ভারত আজ শত্রু দেশের গতিবিধির ওপর নজর রাখতে মহাকাশে একটি অত্যাধুনিক গুপ্তচর উপগ্রহ পাঠিয়েছে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ বুধবার ভোর সাড়ে পাঁচটায় অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে রিস্যাট-২বি উপগ্রহটি উৎক্ষেপণ করে। সাড়ে পাঁচশো কিলোমিটার ওপর থেকে এটি দিনে রাতে এমনকি আকাশ মেঘে ঢাকা থাকলেও ভূপৃষ্ঠের স্পষ্ট ছবি তুলে পাঠাতে পারবে। কিছুদিন আগে বালাকোটে জইশের জঙ্গি ঘাঁটিতে ভারতের বিমান হানা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এই উপগ্রহের তোলা ছবিতে তার অবকাশ থাকবে না।

পাকিস্তান, চীন এবং ভারতের গা লাগা সমুদ্রের ওপর নজর রাখা ছাড়াও এটি কোন প্রাকৃতিক বিপর্যয় বা দাবাগ্নি সম্পর্কেও সতর্ক করে দিতে পারবে। ইসরো প্রধান কে শিবন আজ রিস্যাট-২বি উৎক্ষেপণের পরে আসন্ন চন্দ্র অভিযানের কথা ঘোষণা করেন। তিনি বলেন, ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে চন্দ্রায়ন। এই বছর ৯ থেকে ১৬ই জুলাইয়ের মধ্যে চন্দ্র অভিযান শুরু হবে, আশা করা যায় চাঁদের মাটিতে ভারতের মহাকাশ যান নামবে ৬ই সেপ্টেম্বর।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।