এসসিও'র সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও

সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও'র সম্মেলন এ বছর এই প্রথম ভারতে হবে। প্রচলিত রীতি অনুযায়ী তাতে সংগঠনের সদস্য আটটি দেশ ও চারটি পর্যবেক্ষক দেশের সরকার প্রধান আমন্ত্রিত হবেন। আজ দিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার সাংবাদিকদের বলেন, স্বভাবতই আমন্ত্রণ জানানো হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও।

মূলত আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে আলোচনা করে এই গোষ্ঠী। এতে রয়েছে চিন, রাশিয়া, কিরঘিজস্তান, কাজকস্তান, তাজিকিস্তান আর উজবেকিস্তান ছাড়াও ভারত ও পাকিস্তান। গত বছর জুন মাসে কিরঘিজ রাজধানী বিশকেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমরান খানের উপস্থিতিতেই পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, যে সব দেশ সন্ত্রাসী হামলায় মদত দেয়, তাদের ওই কাজের জন্য জবাবদিহি করতে হবে।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

Your browser doesn’t support HTML5

এসসিও'র সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও