ভারতে নিরাপত্তা পরিস্থিতি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

India map

জম্মু-কাশ্মীর-সহ দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ সিংহের সঙ্গে বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ছিলেন ‘রিসার্চঅ্যান্ড অ্যানালিসিস উইং (র)’ এবং ‘ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)’-র প্রধানরাও। প্রায় ঘণ্টা খানেক ধরে বৈঠক চলে। কেন্দ্রীয় সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে জম্মু-কাশ্মীরের পরিস্থিতির কথা জানানো হয়। পাশাপাশি, নিয়ন্ত্রণ রেখা ও ভারত-পাক সীমান্ত সংলগ্ন এলাকার পরিস্থিতি এবং সীমান্ত পেরিয়ে জঙ্গিরা যাতে দেশে ঢুকতে না পারে, তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে কথাও জানানো হয় কেন্দ্রীয় মন্ত্রীদের। উৎ‍সবের মরসুমে দেশ জুড়ে নিরাপত্তার কী বাড়তি ব্যবস্থা করা হয়েছে, সে প্রসঙ্গও ওঠে বৈঠকে।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট (নিরাপত্তা)