ভারত-পাকিস্তান সীমান্তে প্রথম ‘স্মার্ট ফেন্স’ উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ

ভারত পাক সীমান্তে প্রথম ‘স্মার্ট ফেন্স’ উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স director-general কে কে শর্মা।

ভারত-পাকিস্তান সীমান্তে প্রথম ‘স্মার্ট ফেন্স’ উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এমনটাই জানিয়েছেন বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল (ডিজি) কে কে শর্মা। তিনি বলেছেন, ‘জম্মুতে সিবিআইএম সিস্টেম বা স্মার্ট ফেন্সের প্রথম পাইলট প্রজেক্টের কাজ চলছে। আগামী সতেরো তারিখ আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে উদ্বোধনের দিন বদলাতে পারে বলেও তিনি জানান।

বিএসএফ ডিজি আরও জানিয়েছেন, ‘অসমের ধুবরির পূর্ব দিকে বেড়া দেওয়ার সুযোগ না থাকায় আমরা ব্রহ্মপুত্রের তীর বরাবর পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার জুড়ে প্রযুক্তিগত ব্যবস্থা করা হয়েছে। বিএসএফ সূত্রে খবর, স্মার্ট ফেন্সের ক্ষেত্রে পাকিস্তান সীমান্তকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কারণ, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে। তাই বাংলাদেশ সীমান্তে স্মার্ট ফেন্স চালু করার জন্য কোনও তাড়াহুড়ো নেই।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট