ঈদুল আযহার দিনে উত্তপ্ত শ্রীনগর

ঈদুল আযহার দিনে উত্তপ্ত হয়ে উঠল ভারতের জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর। আইসিস ও পাকিস্তানের পতাকা ওড়ানো হয়েছে। ঈদগাহ এর বাইরে গুলিতে নিহত হয়েছে পুলিশকর্মী।

আজ ঈদের নমাজের পর নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের সর্মথকরা। শ্রীনগর ছাড়াও অনন্তনাগেও নিরাপত্তাবাহিনীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছুড়তে হয় বাহিনীকে।সংবাদসংস্থা সূত্রের খবর নমাজের পর শ্রীনগরের বেশ কয়েকটি জায়গায় পাকিস্তানের পতাকা ওড়ায় বিচ্ছিন্নতাবাদীরা। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইসিসের পতাকা ওড়াতেও দেখা যায় অনেককে।সেই সাথে ঈদের নমাজের পর কুলগামের জ়াজ়রিপোরায় ঈদগাহ এর বাইরে এক পুলিশকর্মীকে গুলি করে খুন করা হয়। নমাজের পর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাতেই ফৈয়াজ আহমেদ শাহ নামে এক পুলিশকর্মীর মৃত্যু হয়। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে দিশা পাচ্ছেন না তাঁর স্ত্রী, দুই কন্যা ও বৃদ্ধা মা। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত।

Your browser doesn’t support HTML5

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের প্রতিবেদন।