ভারতের সীমান্ত পাহারায় নিযুক্ত ‘সশস্ত্র সীমা বল’ নতুন গোয়েন্দা বিভাগ চালু করেছে

ভারতের দুই প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সীমান্ত পাহারায় নিযুক্ত ‘সশস্ত্র সীমা বল’ -এসএসবি - পশ্চিমবঙ্গের উত্তর বঙ্গের শিলিগুড়ি ফ্রন্টিয়ারে নতুন নিজস্ব গোয়েন্দা বিভাগ চালু করেছে। সীমান্ত এলাকায় নজরদারি তৎপরতা জোরদারের জন্য এই বিভাগ চালু করা হয়েছে বলে জানা গেছে। এই বাহিনী ভারত-নেপাল সীমান্তের এক হাজার সাতশো একান্ন কিমি ও ভারত-ভুটান সীমান্তের ছশো নিরানব্বই কিমি অংশে প্রহরার দায়িত্ব পালন করে। শিলিগুড়ি ফ্রন্টিয়ারে এসএসবি’র আইজি এস বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেছেন, আমাদের সীমান্তে সম্প্রতি গোয়েন্দা বিভাগের নিজস্ব শাখা কাজ শুরু করেছে। এর ফলে সীমান্তে তৎপরতার উপর নজর রাখার ব্যাপারে আমাদের আরও সতর্ক হতে হবে। ভুটান ও নেপালের সঙ্গে উন্মুক্ত সীমান্ত হওয়ার কারণে অবাধে সীমান্ত পারাপারের ঘটনা ঘটছে। তাই সেখানে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের উপস্থিতি জরুরি বলেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসংগত বলা যেতে পারে নিরাপত্তা বাহিনীতে গোয়েন্দা বিভাগকে সাধারণত ‘জি’ সেকশন নামে ডাকা হয়। এসএসবি’র নজরদারি ক্ষমতা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয় তারই অংশ হিসেবে শিলিগুড়ি ফ্রন্টিয়ারে এসএসবি’র গোয়েন্দা বিভাগ কাজ শুরু করেছে বলেই খবর।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট