ভারতে আত্মহত্যার চেষ্টা যে অপরাধ তা পরিবর্তনের সুপারিশ

FILE - A television journalist sets his camera outside the Supreme Court in New Delhi.

সেই বৃটিশ আমলের প্রথা মেনে ভারত-সহ গোটা উপমহাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর ইত্যাদি কয়েকটি দেশে আত্মহত্যার চেষ্টা অপরাধ। ভারতে তো আত্মহত্যার চেষ্টা করে বেঁচে গেলে এক বছরের জেলের বিধান রয়েছে দণ্ডবিধিতে। অথচ, বৃটেন তো বটেই, অধিকাংশ দেশেই আধুনিক ভাবনা হল, কেউ আত্মহত্যার করতে চাইছে মানে, তার মন ভাল নেই - তার প্রয়োজন সহানুভূতি আর মানসিক চিকিতসা। ভারতের আইন কমিশনও তেমনই পরামর্শ দিয়েছে ভারত সরকারকে। বিভিন্ন ধর্মীয় বিধান বিচার করলে হিন্দু আর জৈন ধর্মে কিছু কিছু ক্ষেত্রে আত্মহত্যার অধিকার দেওয়া হয়েছে। আবার, ইসলাম ও খৃষ্ট ধর্মে এমন অধিকার মানা হয় না। ইসলামে তো এমন চেষ্টাকে হত্যার অপরাধের চেযেও গর্হিত বলে গণ্য করা হয়।আইন কমিশনের মতামত জানবার পরে ভারত সরকারও আত্মহত্যার প্রচেষ্টাকে দণ্ডযোগ্য অপরাধের আওতা থেকে সরিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে।
সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট আত্মহত্যা