সেই ২০০৯ সালে ভারতে মহামারীর আকার নিয়েছিল সোয়াইন ফ্লু।এ বছর ইতিমধ্যেই এ রোগে প্রায় ৬০০ মৃত, আক্রান্ত সাড়ে ১২ হাজার। মহারাষ্ট্রেই এর প্রায় অর্ধেক, বা ২৮৪ জনের মৃত্যু হয়েছে। গুজরাটে মৃত ৭৫ জন, কেরলে ৬৩ ও রাজস্থানে ৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দিল্লিতে মৃত ৪, কিন্তু আক্রান্ত ২৪১ জন। ডাক্তারেরা বলছেন, রোগের গোড়া থেকে ওষুধ পড়লে রোগী সাধারণত সেরে ওঠে। দেরি হলেই বিপদ। তাঁদের পরামর্শ, সব সময় পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে, বিশেষত বার বার হাত দরকার।এই রোগ সচরাচর বর্ষার পরে ছড়ায়। এ বছর কেন জুনে বর্ষার শুরু থেকেই ছড়িয়ে পড়েছে, তা নিয়ে ডাক্তারেরা উদ্বিগ্ন।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট