নকশাল দমন অভিযানে গিয়ে তিন সিআরপিএফ কর্মী আহত

ভারতের পশ্চিমবঙ্গের ছত্রিশ গড়ে নকশাল দমন অভিযানে গিয়ে সেন্টাল রিজার্ভ পুলিশ ফোর্স- সিআরপিএফ এর তিন কর্মী আহত হয়েছেন।

দক্ষিন বাসারের সুখমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ বাধে এবং বিস্ফোরন ঘটে। রায়পুর থেকে সরকারী সংবাদ সংস্থা সূত্রে এ খবর জানা গেছে।

আহতদের মধ্যে এক সিআরপিএফ কমান্ডো নকশালদের বুলেটে মারাত্মক ভাবে জখম হয়েছেন। কোবরা বাহিনীর সাব ইন্সপেক্টর রজবীর সিংয়ের বুকে গুলি লাগে এবং ঘটনা স্থল থেকে তাকে উদ্ধারও করা হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধী।

সংবাদ সংস্থার খবর, ডাব্বানাকা এলাকায় নকশালদের ধরতে সেনাবাহিনী যখন অভিযান চালাচ্ছিল, তখনই সেনার ওপর গুলিয়ে চালিয়ে দেয় নকশাল জঙ্গিরা। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

নকশাল দমন অভিযানে গিয়ে তিন সিআরপিএফ কর্মী আহত