সেনাবাহিনীর সঙ্গে খাপলং-উলফা সংঘর্ষে নিহত চারজন

মায়ানমার থেকে জঙ্গিদের অরুনাচল প্রদেশে ঢোকার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর সঙ্গে ন্যাশনাল সোশ্যালিষ্ট কাউন্সিল অব নাগালিম-খাপলং এবং উলফা পরেশ পন্থী গোষ্ঠীর জঙ্গিদের দফায় দফায় সংঘর্ষ হয়।

এই সংঘর্ষে চার জঙ্গির মৃত্যু হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অসম সীমান্তের কাছে অরুনাচল প্রদেশের ডিরাক চিরালি লোহিত জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পূর্বাঞ্চলীয় সেনার মুখপাত্র উইং কমান্ডার এস এস বিরদি জানিয়েছেন, সংঘর্ষে তিনজন খাপলাং গোষ্ঠীর এবং একজন উলফা গোষ্ঠীর জঙ্গি নিহত হয়েছেন। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

সেনাবাহিনীর সঙ্গে খাপলং-উলফা সংঘর্ষে নিহত চারজন