লস্কর জঙ্গিকে  গ্রেপ্তার করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা

জঙ্গিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থেকে ধৃত কলেজ ছাত্রীর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কর্ণাটক থেকে এক লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ধৃতের নাম সৈয়দ ইদ্রিশ নবি ওরফে মুন্না। তদন্তের স্বার্থে ধৃতকে নিয়ে আসা হবে কলকাতায়।ধৃত সৈয়দ ইদ্রিশ নবি ওরফে মুন্না থাকত বেঙ্গালুরু থেকে ২০ কিলোমিটার দূরে। পড়াশোনায়ও বেশ ভালই ছিল সে। জানা গিয়েছে, কোনওভাবে সে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়ে। পরবর্তীতে দক্ষিণ ভারত মডিউলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে। মূলত নতুন সদস্য নিয়োগ ও তহবিলের দায়িত্ব ছিল ধৃত সৈয়দ ইদ্রিশ নবির হাতে। তার সঙ্গে যোগ ছিল আইএসআইয়ের। আর কার কার সঙ্গে যোগ রয়েছে তার? কীভাবে কাজ চালাতো সে? কীভাবে হয়ে উঠল জঙ্গিগোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্য? তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা বলেই খবর।

Your browser doesn’t support HTML5

লস্কর জঙ্গিকে  গ্রেপ্তার করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা