ভারতের উত্তর প্রদেশে পুলিশের চাইতে সাধারণ মানুষের হাতে লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি

New Delhi, India

সামনেই উত্তর প্রদেশে নির্বাচন, প্রশাসন চিন্তিত শান্তিরক্ষা নিয়ে। কেননা, রাজ্যে পুলিশের হাতে যেখানে ২.২৫ লক্ষ বন্দুক-পিস্তল, সাধারণ মানুষের হাতে লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্রের সংখ্যাই ১০ লক্ষ ৭৬ হাজার। যেখানে যাদবদের বেশি বাস, বেশি অস্ত্রও সে সব অঞ্চলেই। এ রাজ্যে আত্মরক্ষার চেয়েও মানুষ বেশি অস্ত্র রাখে সামাজিক সম্মান বৃদ্ধির তাগিদে।ইদানীং নতুন অস্ত্র লাইসেন্স দেওয়া নিয়ে কড়াকড়ি করছে প্রশাসন। কিন্তু যা আছে, নির্বাচনে উত্তেজনা ছড়াতে তাই যথেষ্ট। এ রাজ্যের কয়েকটি অঞ্চলে বরাবরই কুখ্যাতি রয়েছে হিংসাপ্রবণ বলে। গণ্ডগোলের সম্ভাবনা বাড়ে যে কোনও নির্বাচনের সময়। তাই প্রশাসনের চিন্তা।
এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট