যুক্তরাষ্ট্র ও ভারত প্রতিরক্ষা বিষয়ে লজিস্টিকস এক্সচেঞ্জ মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট সাক্ষর করেছে

US India

অনেক বছর ধরেই কংগ্রেস সরকার যে চুক্তি সম্পাদন এড়িয়ে চলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই চুক্তিই সই হল ভারতের প্রতিরক্ষামন্ত্রি মনোহর পারিকর এবং মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টারের মধ্যে। এর নাম লজিস্টিকস এক্সচেঞ্জ মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট। এ বার থেকে দুই দেশ পরস্পরের সামরিক ঘাঁটিতে জ্বালানি সরবরাহ আর মেরামতির সুযোগ পাবে। তবে পারিকর স্পষ্ট করেই বলে দিয়েছেন, একে অন্যের দেশে সামরিক ঘাঁটি স্থাপন করবার প্রশ্নই ওঠে না। কোনও দেশ নিজের সামরিক অভিযানের জন্যও অপরের সামরিক ঘাঁটি ব্যবহারের অধিকার পাবে না। তবে প্রত্যাশিত ভাবেই চুক্তির খবর পাওয়া মাত্রই দেশে সমালোচনার ঝড় উঠেছে। কংগ্রসের মতে, দেশের দীর্ঘ দিনের সামরিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘিত হল। সিপিএম নেতাদের ধারণা, এর দ্বারা নিজের সার্বভৌমিকত্ব বিকিয়ে দিল ভারত। অনেকের আশঙ্কা, ভারত-মার্কিন ঘনিষ্ঠতা বাড়বার পরিণামে পাকিস্তান আর চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটবে।
সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট (পাক বাংলাদেশ বৈঠক)