যুক্তরাষ্ট্রে ও ভারতে আগ্নেয়াস্ত্রের অপব্যবহার

Las Vegas Shooting Gun Laws

লাস ভেগাসে ৫৭ জন মানুষ খুন হয়ে গেলেন এক ক্ষ্যাপা মানুষের খেয়ালে। ৩০% মার্কিনির আগ্নেয়াস্ত্র রয়েছে। মাঝেমাঝেই ব্যক্তিগত অস্ত্রের এমন অপব্যবহারে মানুষ মারা যান। তবু কেন মার্কিনিরা অবাধ আগ্নেয়াস্ত্রের অধিকার নিয়ে স্পর্শকাতর? নানান দেশের মত ভারতীয়রাও অবাক হয়ে ভাবেন, তবে কি আমেরিকায় ব্যক্তি জীবন নিরাপদ নয়? অনেক ভারতীয়ের পাল্টা প্রশ্ন, ভারতেও কি সাধারণ নাগরিক নিরাপদ? এখানে অস্ত্রের লাইসেন্স পাওয়া সহজ না হলেও বেআইনি অস্ত্রের তো রমরমা। মুঙ্গের জেলা তো বেআইনি অস্ত্রের জন্য কুখ্যাত। এ সব অস্ত্রের ক্রেতা দুষ্কৃতিরা ছাড়াও রাজনৈতিক কর্মীরাও। টাকা ফেললেই অস্ত্র। খামোখা হিংসার পাগলামি আসলে হয়তো মানুষের মনের গভীরে।
এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট বন্দুক