ভিডিও ক্যামেরা ব্যবহারের মামলার শুনানি শুরু হয়েছ ভারতে

India

ভারতে, ভিডিও ক্যামেরার ছবিতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রী ও এক শীর্ষ পুলিশ অফিসার ঘুস খাচ্ছেন। নারদ নিউজ নামে এক সংস্থার রাজ্য রাজনীতি তোলপাড় করা ওই স্টিং অপারেশন নিয়ে যে জনস্বার্থ মামলা হয়েছে, তার শুনানি শুরু হয় মঙ্গলবার।

আদালতের নির্দেশ, ৮ এপ্রিল পরের শুনানির দিন ওই ভিডিওর ক্যামেরা ও যাবতীয় ছবি আদালতের সামনে দাখিল করতে হবে। নির্বাচনের পরে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার জন্য তৃণমূল নেতাদের আইনজীবীর আর্জি আদালত খারিজ করে দেয়। ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ছবি যদি খাঁটি বলে প্রমাণিত হয়, তখন বলা হবে, ক্যামেরার সামনে নেওয়া ওই টাকা ঘুষ নয়, নেহাত অনুদান। আদালত সে দাবি মানবে কিনা, সেটা অন্য প্রশ্ন। সন্দেহ নেই, এই মামলা, আগামী বেশ কিছুদিন আলোড়িত করতে থাকবে রাজ্য রাজনীতিকে।

এ সম্পর্কে কোলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

ভারত ভিডিও/গৌতম গুপ্তের রিপোর্ট