ভারতীয় নৌবাহিনীর ৫৮ বছর বয়সী এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার আইএনএস বিরাট শেষ পর্যন্ত অবসর নিচ্ছে ৬ মার্চ। বৃটেনে ১৯৫৯ সালে জন্মের সময় এর নাম ছিল এইচ এম এস হার্মিস। ১৯৮২-র ফকল্যান্ড যুদ্ধে এটিই ছিল বৃটেনের প্রধান রণতরী।১৯৮৬ সালে নতুন নামে এ জাহাজ চলে আসে ভারতীয় নৌবাহিনীতে। কিন্তু আর নয়, এ বার অবসর। বিদায়ী অনুষ্ঠানে দেশের নৌপ্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা ছাড়াও উপস্থিত থাকবেন বৃটিশ নৌ অফিসারেরাও। এর পর কি? পূর্বসূরী আই এন এস বিক্রান্তকে শেষ পর্যন্ত লোহার দরে বিক্রি করে দিতে হয়। কিন্তু এটিকে নৌ মিউজিয়ামে রূপান্তরিত করবার ইচ্ছে নৌ বাহিনীর। আগ্রহী অনধ্র প্রদেশ সরকার যদি কিনা প্রয়োজনীয় ১,০০০ কোটি টাকা ব্যয়ের অর্ধেকটা দেয় কেন্দ্র। সমস্যাটা সেখানেই।
Your browser doesn’t support HTML5
গৌতম গুপ্তের রিপোর্ট