নাকের নীচে বা থুতনিতে মাস্ক পরলে রেহাই নেই কলকাতায়

নাকের নীচে বা থুতনিতে মাস্ক পরলে রেহাই নেই কলকাতায়

মাস্ক ছাড়া যেখানে সেখানে ঘুরে বেরোনো, রাস্তায় দাঁড়িয়ে সেলফি তোলার জন্য মাস্ক নামিয়ে ফেলা কিংবা চা খাওয়ার ছুতোয় খালি মুখে বসে আড্ডা জমানো এর কোনটাই আর চলবে না।অথবা নাকের নীচে বা থুতনিতে মাস্ক পরলেও রেহাই নেই।

মাস্ক ছাড়া যেখানে সেখানে ঘুরে বেরোনো, রাস্তায় দাঁড়িয়ে সেলফি তোলার জন্য মাস্ক নামিয়ে ফেলা কিংবা চা খাওয়ার ছুতোয় খালি মুখে বসে আড্ডা জমানো এর কোনটাই আর চলবে না।অথবা নাকের নীচে বা থুতনিতে মাস্ক পরলেও রেহাই নেই।

কারণ গোটা রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করল রাজ্য সরকার। ২০২০ সালে করোনা প্রথম থাবা বসালেও এমন বিধি আরোপ করা হয়েছিল। কিন্তু সেই একই নিয়ম আবার জারি হল পশ্চিমবঙ্গে।

যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তার জন্য পরতেই হবে মাস্ক। এই নির্দেশিকাই জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন। আর যারা নিয়ম ভাঙবেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। তবে শুধু মাস্কই নয়। নির্দেশিকায় বলা হয়েছে, যে কোনও পাবলিক প্লেসে সামাজিক দূরত্ব সহ অন্যান্য করোনা বিধিও মেনে চলতে হবে রাজ্যের মানুষকে।

Your browser doesn’t support HTML5

নাকের নীচে বা থুতনিতে মাস্ক পরলে রেহাই নেই কলকাতায়