এবার তাপপ্রবাহের পূর্বাভাসও দেবে ভারতীয় আবহাওয়া দপ্তর

এত দিন সাইক্লোন আর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে এসেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। কিন্তু ভারতে গ্রীষ্মের প্রকোপ যেন দিনে দিনে বেড়েই চলেছে। গত বছরই তাপপ্রবাহের বলি হয়েছিলেন ২,৩০০ জন মানুষ। এই কথা মনে রেখে আবহাওয়া দপ্তর চলতি মার্চ মাসের শেষ থেকেই শুরু করে দেবে গ্রীষ্মের উত্তাপ আর তাপপ্রবাহের পূর্বাভাসও।

এই পুর্বাভাস দেওয়া হবে এপ্রিল, মে ও জুন- এই তিন গ্রীষ্মের মাসের। সাইক্লোন আর বন্যার আগাম ইঙ্গিত পেলে মানুষ ব্যক্তিগত ভাবে তো বটেই, সরকারও উদ্যোগ নেয় এলাকার মানুষজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার। গ্রীষ্মের পূর্বাভাসও একই ভাবে কাজে আসবে।

ঐ দপ্তরের প্রধান এল কে রাঠোর জানিয়েছেন, তাঁরা পূর্বাভাস দেবেন সামগ্রিক ভাবে ১৫ দিনের এবং আরও নির্দিষ্ট করে পরের পাঁচ দিনের সম্ভাব্য গ্রীষ্ম পরিস্থিতির। এই পূর্বাভাস পাবে দেশের ১০০টি ছোট-বড় শহর। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

এবার তাপপ্রবাহের পূর্বাভাসও দেবে ভারতীয় আবহাওয়া দপ্তর