ভারতে জেহাদি কার্যকলাপ অস্ত্রপাচার জাল নোটের কারবার নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর দফতর

ভারতে অনুপ্রবেশ থেকে শুরু করে জেহাদি কার্যকলাপ। অস্ত্র পাচার থেকে জাল নোটের কারবার। ইস্যু একাধিক। সব মিলিয়ে রাজ্যের তিন সীমান্তবর্তী জেলার পরিস্থিতি নিয়ে, উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর দফতর। পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল প্রধানমন্ত্রীর এন আই এ'র কাছে। কখনও জাল নোটের কারবার, কখনও অস্ত্রের রমরমা। কালা-ব্যবসা। রমরমিয়ে ব্ল্যাক-মার্কেট। এমনই কারণে বহুবার হেডলাইন হয়েছে পশ্চিমবঙ্গের তিন জেলা, মালদা-মুর্শিদাবাদ-নদিয়া।ইতিমধ্যেই এই ৩ জেলা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট তলব করা হয়েছে। গোয়েন্দা রিপোর্টেই উঠে এসেছে, এই তিন জেলায় গত দু-তিন বছরে অনুপ্রবেশের হার খুব বেশি। সীমান্তবর্তী গ্রামগুলিতে অনুপ্রবেশকারীরাই মূলত ঘাঁটি গেড়ে বসছে। গ্রামগুলির আদি বাসিন্দারা ক্রমেই সংখ্যালঘু হয়ে প়ডছেন। দাপট বাড়ছে বাইরে থেকে এসে জুড়ে বসা মানুষজনেরই। এরপর এই জায়গাগুলিই জেহাদিরা নিজেদের স্বার্থে ব্যবহার করছে এবং ছড়াচ্ছে সন্ত্রাস। সেই সংগে নজরে রয়েছে জাল নোট মালদা, মুর্শিদাবাদে জাল নোটের রমরমা কারবারে, ভারতে যত জাল নোট ঢুকছে, তার ৮০ শতাংশই মূলত ঢোকে মালদা দিয়ে। সাম্প্রতিক সময়ে এন আই এ অভিযান চালিয়ে, জাল নোট চক্রের একাধিক পাণ্ডাকে গ্রেফতার করেছে। তারওপর নোট-বাতিলের জেরে আপাতত ভাটা পড়েছে জাল নোট ব্যবসায়। পুরনো পাচার রুট যাতে আর চালু না হয়, সেই লক্ষ্যে ব্যবস্থা নিতে তত্‍পর কেন্দ্র। জাল নোটের পাশাপাশি, মালদায় মাদক ব্যবসা নিয়ে উদ্বেগও কম নেই।নারকোটিক কন্ট্রোল ব্যুরোর সাম্প্রতিক অভিযানে সম্প্রতি বড় সাফল্য এসেছে। অনেকটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে মালদহে জাল নোট, মাদক চক্রের রমরমা। কিন্তু বেড়েছে অস্ত্রের কারবার। মুঙ্গের স্টাইলে এখন অস্ত্র তৈরি হচ্ছে এ রাজ্যেই। এরপর শুধু রাজ্যের মধ্যেই নয়, দেশ-বিদেশেও পাচার হচ্ছে অস্ত্র। রীতিমতো আন্তর্জাতিক চক্র গড়ে উঠেছে বলেই প্রধানমন্ত্রী দপ্তর এই রির্পোট তলব করেছে এন আই এর'র কাছে।

Your browser doesn’t support HTML5

ভারতে জেহাদি কার্যকলাপ অস্ত্রপাচার জাল নোটের কারবার নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর দফতর