ভারতে ১১ই এপ্রিল থেকে লোকসভা নির্বাচন

ভারতের জাতীয় নির্বাচন কমিশন আজ বিকেলে সারা দেশে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করেছে।

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা রবিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠক ডেকে নির্বাচনের দিন ঘোষণা করেছেন। তিনি বলেন, সব মিলিয়ে সাত দফায় ভোট গ্রহণ হবে। শুরু হবে ১১ই এপ্রিল, শেষ হবে ১৯শে মে। ভোট গণনা হবে ২৩শে মে। একই সঙ্গে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, সিকিম ও অরুণাচল, এই চারটি রাজ্যে লোকসভা ছাড়া বিধানসভা নির্বাচনও হবে।

নির্বাচন কমিশনের এই ঘোষণার সঙ্গে সঙ্গে আজ থেকেই সারা দেশে আদর্শ আচরণ বিধি চালু হয়ে গেল। অর্থাৎ এখন থেকে আর কোন রাজনৈতিক দল বা তার নেতারা এমন কিছু করতে পারবেন না, যাতে ভোটদাতারা প্রভাবিত হতে পারেন।

নজিরবিহীন ভাবে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের জন্য এই প্রথম ভোট হবে সাত দফায়। ১১ই এপ্রিল, ১৮ই এপ্রিল, ২৩শে এপ্রিল, ২৯শে এপ্রিল, ৬ই মে, ১২ই মে এবং ১৯শে মে।

বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৩রা জুন। তার আগে নির্বাচন প্রক্রিয়া শেষ করে নতুন লোকসভা গঠন করতে হবে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

ভারতে লোকসভা নির্বাচন ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী’র সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন সরকার কবীরূদ্দীন।