রাহুল গান্ধী নিঃশর্ত ক্ষমা চাইলেন

ভারতের সুপ্রিম কোর্টের মুখে তাঁর নিজস্ব উক্তি বসিয়ে দেওয়ার জন্য আজ নিঃশর্ত ক্ষমা চাইলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি রাফাল যুদ্ধবিমান কেনার বরাত তাঁর পছন্দের শিল্পপতিকে পাইয়ে দিয়েছেন, এই অভিযোগ তুলে রাহুল গান্ধী ধ্বণি তুলেছেন "চৌকিদার চোর হ্যায়"। এই নিয়ে সুপ্রিম কোর্ট একটি মামলা গ্রহণ করায় রাহুল বলেছিলেন, আমরা যা বলছিলাম তা সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে। এতে সুপ্রিম কোর্ট প্রতিবাদ জানায়, বিজেপিও রাহুলের বিরুদ্ধে মামলা করে। রাহুল তখন হলফনামা দিয়ে দুঃখ প্রকাশ করলেও সর্বোচ্চ আদালত সন্তুষ্ট হয়নি। শুক্রবার ১০ই মে রাফাল এবং অবমাননার মামলা দুটির শুনানি হবে। তার আগে আজ রাহুল সুপ্রিম কোর্টে আর একটি হলফনামা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন, সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে মামলা খারিজ করে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।