ভারতের সুপ্রিম কোর্টে অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে মামলার চূড়ান্ত শুনানি শেষ

ভারতের সুপ্রিম কোর্টে অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে মামলার চূড়ান্ত শুনানি আজ বুধবার শেষ হয়েছে। রায় ঘোষণা হবে কয়েকদিন পরে।

অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্কের নিষ্পত্তি করার জন্য সুপ্রিম কোর্টের পাঁচ জন বিচারপতিকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চের সামনে প্রতিদিন শুনানি চলেছে টানা চল্লিশ দিন ধরে। তারপরেও সময় চাওয়া হলে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, যথেষ্ট হয়েছে আর নয়। আজ বিকেল পাঁচটার মধ্যে শুনানি শেষ করতেই হবে।

মামলায় হিন্দু মহাসভার আইনজীবী বিকাশ সিং আদালতে একটি নথি পেশ করলে মুসলমান প্রতিবাদী পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধাওয়ান সেটি ছিঁড়ে দেন। সর্বোচ্চ আদালত কক্ষে এই অভূতপূর্ব নাটকীয়তায় প্রধান বিচারপতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেন, সিনিয়র আইনজীবীরা এরকম আচরণ করলে আমরা বেরিয়ে যাব। শেষ পর্যন্ত অবশ্য নির্ধারিত সময়ের মধ্যে শুনানি শেষ হয়। রায় ঘোষণা হবে কয়েকদিন পরে।

এর আগে সুপ্রিম কোর্ট গঠিত তিন জন মধ্যস্থতাকারীর প্রাথমিক রিপোর্টে কোন সমাধান সূত্র পাওয়া যায়নি বলে সুপ্রিম কোর্টই সমস্যা সমাধানের ভার নেয়। তবে আজকেই ঐ কমিটি তার দ্বিতীয় রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে কী আছে এখনো জানা যায়নি।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।