বাংলা সাহিত্য ও সংস্কৃতির জগতে মৃত্যুর মিছিলে সাম্প্রতিকতম নামটি যোগ হলো আজ কবি ও সাহিত্যিক দিব্যেন্দু পালিতের।
জলদমন্দ্র কণ্ঠস্বর আর তার সঙ্গে মানানসই ব্যক্তিত্বের অধিকারী দিব্যেন্দু পালিত ইংরেজি কাগজে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করে চলে যান কর্পোরেট বিজ্ঞাপন জগতে। কিন্তু কবিতা আর সাহিত্য রচনা সমানে চলেছে। পেয়েছেন একের পর এক সম্মান- আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার।
কয়েক বছর আগে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে লেখালেখি বন্ধ হয়ে যায়। সম্প্রতি স্ত্রীকে হারিয়ে আরো একা হয়ে যান। গতকাল অসুস্থ কবিকে হাসপাতালে ভর্তি করানো হয়, আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়েস হয়েছিল ৭৯ বছর।
মনে পড়ে তাঁর লেখা কবিতার কয়েকটি লাইন..
মৃত হরিণীর পাশে শুয়ে আছে অমৃত হরিণ
এভাবে আমরাও চলে যাবো ওই হরিণের কাছে
তখনও কবিতা ছিল মৃত্যুর পরেও থেকে যাবে।
যেমন থেকে যাবে দিব্যেন্দু পালিতের কবিতা।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।