স্থানীয় এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অপরাধীদের সঙ্গে গোয়েন্দা ও তদন্তকারীরা আধুনিকতায় পাল্লা দিতে পারছে না- রাজনাথ সিং

MH 370 India flag

স্থানীয় এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অপরাধীদের সঙ্গে গোয়েন্দা ও তদন্তকারীরা আধুনিকতায় পাল্লা দিতে পারছে না। আর তাই একদিকে যেমন অপরাধের কিনারা হওয়ার সংখ্যা ক্রমেই কমছে আবার সন্ত্রাসবাদী হানার মতো বিপজ্জনক আশঙ্কাও বাড়ছে। সমস্যা শুরু থানা স্তরেই। যে কোনও অপরাধের তদন্ত সঠিকভাবে হচ্ছে না। আর সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রকের রেকর্ডে দেখা যাচ্ছে দেশের সর্বত্র যে কোনও অপরাধের সংখ্যা আর তার কিনারা হওয়ার মধ্যে আসমান জমিন ফারাক। তদন্তের পর অভিযুক্তদের দোষী প্রমাণিত হওয়া অথবা আসল অপরাধীকে চিহ্নিত করার অনুপাত অনেক কম। বস্তুত দেশের পুলিশ বাহিনীর মধ্যে তদন্তকারী তথা গোয়েন্দাদের গুণমান অত্যন্ত কমছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই বাড়তে থাকা সন্ত্রাসবাদের আবহে যা অত্যন্ত বিপজ্জনক। কারণ অপরাধী ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি বুঝে যাচ্ছে দেশের পুলিশ বাহিনীর তদন্তক্ষমতা তথা গোয়েন্দাগিরি তাদের সঙ্গে পাল্লা দিতেই পারছে না। নতুন দিল্লিতে অনুষ্ঠিত তদন্তকারী তথা গোয়েন্দাদেব দুদিনের জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এমনই মন্তব্য করেছেন। পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

roy