Your browser doesn’t support HTML5
দিল্লীতে সহিংসতায় তিরিশের বেশি সংখ্যক লোক নিহত হবার পর সেখানে পরিস্থিতি থমথমে
ভারতের রাজধানী দিল্লীতে সর্বসাম্প্রতিক সহিংসতায় তিরিশের বেশি সংখ্যক লোক নিহত হবার পর সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, বললেন রাজনৈতিক কলামিস্ট অধ্যাপক সায়নদেব চৌধুরী। ঐ সহিংসতায় দিল্লীর উত্তর-পূর্বাংশের কয়েকটি মুসলমান পাড়ায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন কয়েক শ মানুষ। দিল্লীর এক বিচারক সহিংসতা নিয়ন্ত্রণে সরকার এবং পুলিশের সমালোচনা করার পরপরই তাকে বদলি করে দেয়ায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন।
সহিংসতায় মূলতঃ কারা হতাহত হয়েছেন? তাদের পরিচয় এবং সহিংসতার কারণ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার আহসানুল হক টেলিফোনে কথা বলেন দিল্লীতে বসবাসকারী কলামিস্ট অধ্যাপক সায়নদেব চৌধুরী এবং কলকাতায় সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায়ের সাথে।