প্রয়াত হলেন রাজ্যের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ও চলচিত্র অভিনেত্রী শোভা সেন। বয়স হয়েছিল তিরানব্বই বছর। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর।বাংলা নাট্যজগতের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী শোভা অভিনয় করেছেন টিনের তলোয়ার, নবান্ন, তিতুমির, ব্যারিকেডের মত নাটকে। ছবিতে তাঁর পা রাখা ঊন্নিশো পচান্ন সালে প্রফুল্ল চক্রবর্তীর ভগবান শ্রীরামকৃষ্ণ ছবিতে। তারপর করেছেন ঋত্বিক ঘটকের অসমাপ্ত ছবি বেদেনী, মৃণাল সেনের এক অধুরি কাহানি, একদিন প্রতিদিন, উৎপল দত্তের বৈশাখী মেঘ, ঝড়, বাসু চট্টোপাধ্যায়ের পসন্দ আপনা আপনার মত ছবি। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে গৌতম ঘোষের দেখা ও জার্মান পরিচালক ফ্লোরিয়ান গ্যালেনবার্গারের বাংলা ছবি শ্যাডোজ অফ টাইমে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোভা সেনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সেই সাথে রাজ্যের চলচিত্র ও নাট্য জগতের ব্যক্তিত্বরাও গভীর শোক প্রকাশ করেছেন।উৎপল দত্তের স্ত্রী শোভার জন্ম ঊন্নিশো তেইশ সালের সেপ্টেম্বর মাসে অবিভক্ত বঙ্গের ফরিদপুরে। তিনি বেথুন কলেজের ছাত্রী ছিলেন। প্রসংগত বলা যেতে পারে দুহাজার দশ সালে তিনি পান মাদার টেরেজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট