উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে বিজেপিকে কড়া বার্তা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের

উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপিকে কড়া বার্তা দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। রবিবার সকালে তিনি অযোধ্যায় বাবরিস্থলে রাম লালা দর্শন করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, সরকার ক্ষমতায় থাকুক বা না থাকুক রাম মন্দির নির্মাণ হবেই। বিজেপির কাছে মানুষ জানতে চায় কবে তৈরি হবে মন্দির। যখন ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিল হয়েছিল তখন কি সরকার কোর্টে গিয়েছিল ! তা হলে রাম মন্দির বানাবার জন্য আইন করতে হবে কেন বলেও উদ্ধব ঠাকরে মন্তব্য করেন!! একই সাথে এদিন রাম মন্দির তৈরির দাবিতে আজ রবিবার অযোধ্যায় ধর্মসভা-র আয়োজন করে আরএসএস ও তার শাখা সংগঠন ভিএইচপি। তাদের দাবি কমপক্ষে তাদের ২ লাখ কর্মী অযোধ্যায় এসেছেন। এদিন যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে মোতায়েন করা হয় ৭০০০০ পুলিস।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট