মধ্য প্রদেশের সাতনা জেলায় গোহত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রামবাসীরা পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ

সংবাদ সংস্থার খবর সূত্রে জানা যাচ্ছে মধ্য প্রদেশের সাতনা জেলায় গোহত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রামবাসীরা পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় আর একজন হাসপাতালে চিকিৎসাধীন। এখনও পর্যন্ত এই ঘটনায় চার পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধে বেলায়। আমগড় গ্রামের দুজন অচেনা কয়েকজনকে দেখতে পান, তাদের সঙ্গে গরু ছিল। যখন তাঁরা ঘটনাস্থলে পৌঁছন, ততক্ষণে চার জন চম্পট দিয়েছে, ধরা পড়ে যায় রিয়াজ ও শাকিল নামে দুজন। তাদের প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ। গত শুক্রবার ভোরের দিকে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন রিয়াজ মারা গিয়েছেন, শাকিলের অবস্থা আশঙ্কাজনক ঘটনাস্থল থেকে একটি জবাই করা বলদের দেহ উদ্ধার করেছে পুলিশ, পাওয়া গিয়েছে বস্তাবন্দি আরও মাংস। সাতনার পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় চার পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা।এর আগে জানুয়ারিতেও বিহারের মুজফফরপুরে উত্তেজিত জনতা একটি ট্রাকে ভাঙচুর চালায়, মারধর করে চালককে। তাদের সন্দেহ ছিল, ওই ট্রাকে গোমাংস নিয়ে যাওয়া হচ্ছে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট