বাঁকুড়া জেলায় সিপিআইএম-এর একটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আজ দলীয় নীতি অমান্য করে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে বোর্ড গঠন করেছে।
সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ায় সিমলাপালের পার্শ্বলা গ্রামে জয়ী হয়েছিলেন সিপিআইএম-এর পাঁচ জন, তৃণমূলের পাঁচ জন, ও বিজেপির দু'জন। জেলা প্রশাসন আজ সোমবার পঞ্চায়েত বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী সিপিআইএম বিজেপির সঙ্গে জোট গড়ে বোর্ডের ভোটাভুটিতে জয়ী হয়ে গিয়েছে। পঞ্চায়েত প্রধান হয়েছেন সিপিআইএম-এর সুপর্ণা দুলে, আর উপপ্রধান বিজেপির লালমোহন মাহাতো। সিপিআইএম যে দলকে সাম্প্রদায়িক বলে গালি দেয়, তার সঙ্গেই জোট বাঁধায় রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন দিনে এটি হয়েছে, যেদিন অন্ধ্রের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি বিরোধী জোট বাঁধার কথা বলতে এসেছেন। বাঁকুড়া জেলার সিপিআইএম নেতৃত্ব এই ঘটনায় অত্যন্ত অস্বস্তিতে পড়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
Your browser doesn’t support HTML5
দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, পুণে