ভারতে ভোটের দিন যত এগিয়ে আসছে, রাজনীতির আবহাওয়া আরও উত্তপ্ত হয়ে উঠছে

ভারতে ভোটের দিন যত এগিয়ে আসছে, বিজেপি ততই অযোধ্যায় রাম মন্দির নিয়ে চাপ বাড়িয়ে চলেছে। ফলে রাজনীতির আবহাওয়া দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে।

আজ রবিবার দিল্লিতে তিন হাজার সাধু তাঁদের দু'দিনের মন্দির সম্মেলন শেষে অবিলম্বে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন। মধ্যস্থতাকারী শ্রীশ্রী রবিশঙ্কর সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, মানুষ রাম মন্দির চায়। এখন কীভাবে তা করা যায়, দেখতে হবে। তিনি তিনটি সূত্র দিয়েছেন। সুপ্রিম কোর্টের কাছে শীঘ্র সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানানো, সংশ্লিষ্ট তিন পক্ষের মধ্যে আলোচনা করা, অথবা অর্ডিন্যান্স জারি করে কাজ শুরু করা। সাধুরা মন্দিরের দাবিতে ২৫শে নভেম্বর দিল্লিতে পাঁচ লাখ সাধুকে জড়ো করবেন, আর ডিসেম্বরে লাগাতার কর্মসূচি নেবেন বলে ঘোষণা করেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সর্বোচ্চ আদালতের সমালোচনা করে বলেন, ওঁরা জঙ্গিদের ব্যাপারে সময় দিতে পারেন, মন্দির নিয়ে ভাবার সময় নেই। আর এক কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীও বলেছেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হলে তাঁর স্বপ্ন পূরণ হবে। তবে রাম ভক্তদের সবচেয়ে বেশি উৎসাহ যুগিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ তিনি বলেছেন, অনেক অপেক্ষা করা হয়েছে, আর নয়। সমর্থকদের উল্লাস ধ্বনির মধ্যে যোগী ঘোষণা করেন, দিওয়ালি উৎসব শেষ হলেই এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হবে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট