ভারতে বিরোধী ঐক্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ভেঙে গেল

বিরোধীরা কোমর বাঁধছিলেন জোট গড়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে লড়াই করে বিজেপির মোকাবিলা করতে। কিন্তু তার প্রথম ধাপেই ঐক্য ভেঙে গেল। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী বাছাই থেকে সরে গেলে জনতা দল (ইউনাইটেড) দলের নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী, নীতিশ কুমার। এবার তিনি জানিয়ে দিলেন, উপ-রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনেও তিনি নেই। কয়েক বছর আগে বিজেপি-র সঙ্গে জোট ভেঙে বিরোধীদের দিকে ঝোঁকেন নীতিশ। বিহারে নির্বাচন জেতেন লালু প্রসাদের দলের সঙ্গে জোট বেঁধে। কিন্তু দুর্নীতির অভিযোগে লালু সপরিবারে অভিযুক্ত হওয়ার পরে নীতিশ লালুর পক্ষে একটিও কথা বলেন নি। বরং, লালুর সঙ্গে জোট ভেঙে দিতে পারেন বলে ইঙ্গিত। বিজেপি বলেছে, প্রয়োজনে তারা নীতিশের সরকারকে সমর্থন করবে। নীতিশ কি তাহলে ফের বিজেপির হাত ধরবেন? বিরোধী ঐক্য সম্ভবত অধরাই রয়ে যাবে। নিষ্কণ্টক হবেন নরেন্দ্র মোদি।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট