ভারতের প্রতিটি গ্রামে এখন বিদ্যুৎ

দেশের স্বাধীনতার পর থেকে সাত দশক লেগে গেল দেশের ৫ লক্ষ ৯৭ হাজার ৪৬৪টি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে। সেই কাজ সম্পূর্ণ হল শনিবার সন্ধ্যায় মনিপুর রাজ্যের একটি গ্রামে বিদ্যুৎ যাবার মুহূর্তে। এটা যে বড় কাজ, সন্দেহ নেই। কিন্তু প্রতিটি বাড়িতে এখনও যাওয়া বাকি রয়েছে বিদ্যুৎ। দেশের সব রাজ্যে অবস্থাটা এক রকম নয়। যেমন, তামিলনাড়ু বা অনধ্র প্রদেশের মত কয়েকটি রাজ্যের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেলেও দেশের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশের ৫৫% বাড়িতে আলো গিয়েছে, ঝাড়খণ্ডে মাত্র ৪৮%। সরকারের দায়িত্ব বাড়ি-বাড়ি আলো পৌঁছনোর পরিকাঠামোটুকু করে দেওয়া। বাড়ির মালিক ঠিক করবেন, তিনি বিদ্যুৎ চান কিনা। তার তো একটা খরচ আছে যা তাঁকে নিজেকে বহন করতে হবে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট